বিসেফ-শিসউক নাগরিক সম্মেলন
গত ১৭ই জানুয়ারি ২০২৬ তুলা ভবনে অনুষ্ঠিত হলো বিসেফ-শিসউক নাগরিক সম্মেলন। যেখানে দেশের নিরাপদ কৃষি ও খাদ্য নিয়ে নিয়োজিত প্রতিষ্ঠান গুলোর নির্বাহী পরিচালক বৃন্দ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যুব ছায়া সংসদের সদস্য ও একঝাঁক পরিবেশ বাদী যুব সমাজ অংশগ্রহণ করেন। দুই পর্বের এই আয়োজনের প্রথম পর্বে ড: মোঃ আব্দুস সালাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং দ্বিতীয় পর্বে ডঃ হোসেন জিল্লুর রহমান, ট্রাস্টি, ব্রাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন Youth Leading Climate Action এর স্বেচ্ছাসেবক বৃন্দ।


0 comments